(FILES) In this file photo taken on April 12, 2018 US Secretary of State nominee Mike Pompeo testifies before the Senate Foreign Relations Committee during his confirmation hearing on Capitol Hill in Washington, DC.
The powerful Senate Foreign Relations Committee was expected April 23, 2018 to oppose President Donald Trump's nominee for secretary of state, Mike Pompeo, in an unprecedented rebuke that could unsettle delicate US negotiations with North Korea.That vote, scheduled for about 5:00 pm (2100 GMT), would not sink the nomination outright. Pompeo's odds of confirmation by the full Senate actually received a boost Monday when two Democrats announced their support for the 54-year-old.
/ AFP PHOTO / JIM WATSON
এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত মাইক পম্পেও অল্প ভোটের ব্যবধানে সোমবার সিনেট প্যানেলের অনুমোদন পেয়েছেন।ফলে সাবেক এ সিআইএ পরিচালকের জন্য পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পথ সুগম হল। ইরাক যুদ্ধ ও নজরদারি ইস্যুতে কয়েক সপ্তাহ ধরে পম্পেওর বিরুদ্ধে অবস্থান নেয়া রিপাবলিকান সিনেটর র্যান্ড পল শেষ মুহূর্তে নাটকীয়ভাবে সাবেক গোয়েন্দাপ্রধানের পক্ষে ভোট দিয়ে সামান্য ব্যবধানে তাকে জিতিয়ে দেন। সিনেট প্যানেলে পম্পেওর এই অনুমোদন ট্রাম্পকে বিব্রতকর অবস্থায় পড়া থেকে রক্ষা করেছে।তিনি পম্পেওকে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের স্থলাভিষিক্ত করতে চাইছেন। গত মার্চ মাসে টিলারসনকে বরখাস্ত করেন ট্রাম্প। পম্পেও সিনেটে অনুমোদন না পেলে তিনিই হতেন এই কমিটি কর্তৃক প্রত্যাখ্যাত প্রথম কোনো রাষ্ট্র মনোনীত ব্যক্তি।