বিনোদনলিড নিউজ

মামলা করতে আদালতে জেমস

এবিএনএ : সচরাচর জনসম্মুখে দেখা যায় না নগর বাউল জেমসকে। তবে এবার আদালতে দেখা মিললো তার। একটি মোবাইল অপারেটর কোম্পানির বিরুদ্ধে গান কপিরাইটের অভিযোগে ঢাকার নিম্ন আদালতে মামলা করতে এসেছিলেন তিনি। তবে আদালতের পরামর্শে তিনি মামলা না করে ফিরে যান।
রোববার (১৯ সেপ্টম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলা করতে আবেদন করেন তিনি। এ সময় বিচারক তাকে থানায় (গুলশান থানা) গিয়ে মামলা করতে পরামর্শ দেন। তাই তিনি পরবর্তীতে বিচারকের পরামর্শে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও জেমসের আইনজীবী তাপস কুমার পাল বলেন, জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন। বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। এছাড়া থানায় যদি মামলা না নেয় তাহলে আদালতে এসে মামলার আবেদন করতে বলেন।

Share this content:

Related Articles

Back to top button