আইন ও আদালতলিড নিউজ

মাধবদীর জঙ্গি আস্তানা থেকে ২ নারীর আত্মসমর্পণ

এবিএনএ: নরসিংদীর মাধবদীতে জঙ্গি আস্তানা সন্দেহে দুই দিন ধরে ঘিরে রাখা সাত তলা বাড়ি থেকে ২ নারী আত্মসমর্পণ করেছেন। তারা হলেন আখিঁ আক্তার মনি ও মৌ। বুধবার দুপুর আড়াইটার দিকে তারা আত্মসমর্পণ করেন বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম জানান, আটকরা বেসরকারি মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। গত বছরের আগস্টে তাদের গ্রেফতার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পান তারা। তিনি আরও জানান, আত্মসমর্পনকারী দুই নারীকে মাধবদী থানায় গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে সোমবার রাত থেকে মাধবদী বাজারের গাঙপাড় মহল্লার আফজাল হোসেনের ‘নিলুফা ভিলা’ নামের সাত তলা বাড়িটি বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পরে বুধবার সকালে সেখানে অভিযানের প্রস্তুতি হিসেবে আশপাশের ১০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়। বুধবার বেলা ১২টার দিকে মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, জঙ্গিদেরকে আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। তারা এ আহ্বানে সাড়া না দিলে অভিযান চালানো হবে।

Share this content:

Back to top button