জাতীয়বাংলাদেশলিড নিউজ

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

এবিএনএ : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বরহাতিয়া হরিদাঘোনায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল মাসুদ বিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, বিমানে থাকা দুইজন পাইলট প্যারাশুটের সাহায্যে নামতে গিয়ে সামান্য আহত হয়েছেন। এ ছাড়া কেউ হতাহত হয়নি।
ঘটনাস্থলে বিমানবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা গেছেন বলে জানিয়েছেন তিনি।

Share this content:

Related Articles

Back to top button