জাতীয়বাংলাদেশলিড নিউজ

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের দরপত্র স্থগিত নয়, সময় বেড়েছে

এ বি এন এ : মহেশখালীর মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দরপত্র-প্রক্রিয়া স্থগিত নয়, দরপত্র–প্রক্রিয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে। তবে এই প্রকল্পে ভূমি উন্নয়নের কাজ আগের মতোই অব্যাহত থাকছে। জাপানের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। শুক্রবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বর্তমান পরিস্থিতিতে দরপত্র নিয়ে জাপানি কোম্পানি দুটির অনাগ্রহের বিষয়টি স্বীকার করেছিলেন। তবে পরে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা কোল পাওয়ার জেনারেশন কম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম বিদেশ থেকে টেলিফোনে বলেন, স্থগিত না, সময় বাড়ানো হয়েছে। বিদ্যুৎ​–সচিব মনোয়ার ইসলাম ও কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কাসেম এ কথা জানিয়েছেন। এটি এক মাস বাড়িয়ে ২৪ আগস্ট করা হয়েছে। বিদ্যুৎ​–সচিব বলেছেন, দরপত্রে অংশ নেওয়া দুটি প্রতিষ্ঠানের অনুরোধের কারণে এক মাস সময় বাড়ানো হয়েছে। জানা গেছে, ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় হবে ৩৬ হাজার কোটি টাকা। এর সিংহভাগ, অর্থাৎ প্রায় ২৯ হাজার কোটি টাকা দেবে জাপান সরকার। তিনটি ভাগে এই প্রকল্পের কাজ হওয়ার কথা। এর মধ্যে ভূমি উন্নয়নের কাজ জাপানের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে শুরু করেছে। সূত্র জানায়, দরপত্রে জাপানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।

Share this content:

Related Articles

Back to top button