জাতীয়বাংলাদেশলিড নিউজ

উপজেলা নির্বাচনে বড় দলের অংশ না নেওয়া হতাশাজনক: সিইসি

এবিএনএ: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কয়েকটি বড় রাজনৈতিক দল অংশগ্রহণ না করাকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) উপজেলা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আসন্ন উপজেলা নির্বাচনে বড় কয়েকটি রাজনৈতিক দল অংশ নেবে না। এটা নির্বাচন কমিশনের জন্য হতাশাজনক খবর। তারপরও উপজেলা নির্বাচন প্রতিযোগিতামূলক হবে– এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এটি স্থানীয় সরকারের নির্বাচন। এ ধরনের নির্বাচনে স্থানীয়রা প্রার্থী হওয়ায় নির্বাচন অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়।

প্রশিক্ষকদের উদ্দেশে সিইসি বলেন, ‘আপনাদের সবাইকে পক্ষপাতমুক্ত আচরণ করতে হবে। কেউ কোনো ব্যক্তি, দল, প্রার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণ করলে ইসি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর হবে। তদন্তে দোষী প্রমাণ হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আপনাদের কোনো দল নেই, মত নেই, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। সংবিধান, আইন ও বিধির বাইরে আপনাদের কারও কাছে দায়বদ্ধতা নেই।’ তিনি বলেন, ‘ভোটের দিন প্রার্থীর অবস্থা ভালো না দেখলে অনেক এজেন্ট কেন্দ্র ছেড়ে যান। আবার অনেক দুর্বল প্রার্থী এজেন্টই দিতে পারেন না। এমন বাস্তবতায় ভোট শেষে অনেকে তাদের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ তোলেন, যা অনেকাংশেই সত্য নয়। ফলে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সব পোলিং এজেন্টদের কেন্দ্রে অবস্থান, তাদের নিরাপত্তা বিধান ও ভোট শেষে এজেন্টদের হাতে ফলাফলের একটি করে শিট ধরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে।’ ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুকসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share this content:

Related Articles

Back to top button