বাংলাদেশরাজনীতিলিড নিউজ

মহাসড়কে চলছে ‘নৌকা’

এবিএনএ: বাগেরহাটের মহাসড়কে চলছে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার আদলে গড়া বিশেষ মঞ্চ। বিশেষভাবে তৈরি এ নৌকা দেখতে ভিড় করছেন অনেকে। ৪৬ ফুট লম্বা ও ৭ ফুট চওড়া চাকাওয়ালা নৌকাটি ব্যবহার করা যাবে বিভিন্নভাবে। সুবিধামতো ভাঁজ করে ২৫ ফুট লম্বা ও ১২ ফুট চওড়া মঞ্চ হিসেবে ব্যবহার করা যাবে এটি। সেই সঙ্গে প্রয়োজনে যাত্রী ছাউনি হিসেবেও ব্যবহার করা যাবে। আবার নদীতেও চালানো যাবে। যে কোনো স্থানে স্বল্প পরিসরে নৌকার সব অংশ খুলে রাখা যাবে। যা আবার সামান্য সময়ের মধ্যেই জোড়া লাগিয়ে বানানো যাবে পূর্ণাঙ্গ নৌকা।বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের প্রতীক নৌকার প্রতি ভালবাসা থেকে এ ‘নৌকা’টি তৈরি করেছেন জেলার কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান বাবু। ‘নৌকা’ তৈরিতে পৃষ্ঠপোষকতা করেছেন মেহেদী হাসান বাবুর বাবা কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মাহফুজুর রহমান।

সোমবার (০১ অক্টোবর) দুপুরে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার থেকে ‘নৌকা’ চালিয়ে বাগেরহাটে আসেন মেহেদী হাসান বাবু। এসময় তার ‘নৌকা’ দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমে যায় শত শত লোকের। এসময় দলীয় নেতাকর্মীরা এ উদ্যোগকে স্বাগত জানান। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন নির্বাচনী সভায় দলের প্রতীক নৌকার আদলে গড়া মঞ্চ হিসেবেও ব্যবহার করা হবে এ ‘নৌকা’।  এ বিশেষ ‘নৌকা’ তৈরির মূল উদ্যোক্তা মেহেদী হাসান বাবু বলেন, ২০১৬ সালে ঢাকায় আওয়ামী লীগের জনসভায় নৌকা মঞ্চ দেখে স্থায়ীভাবে একটি নৌকা মঞ্চ তৈরির স্বপ্ন বুনি মনের মধ্যে। সেখান থেকেই আজকের এ ‘নৌকা’ মঞ্চ তৈরি করা। এ মঞ্চ একাধারে নীদতে চলবে, রাস্তায় প্রচারণার কাজে ব্যবহার করা যাবে, বিভিন্ন সভা সেমিনারে নৌকা মঞ্চ হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া প্রয়োজনে যাত্রীছাউনি হিসেবেও ব্যবহার করা যাবে এ নৌকা মঞ্চকে।

বাবু আরও বলেন, আড়াই মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এ নৌকা তৈরি করেছি। সড়কে যাতায়াতের জন্য এ মঞ্চটিতে চারটি চাকা, মোটর ও উচ্চক্ষমতা সম্পন্ন ব্যাটারি সংযুক্ত করা হয়েছে। যা পরিবেশবান্ধব। নৌকার নিচে এমনভাবে কিছু ড্রাম বসানো হয়েছে যাতে পানির মধ্যে অনায়াসে চলতে পারবে। আওয়ামী লীগ নেতা শেখ মোস্তাক আহমেদ বলেন, আমরা নৌকা ভালোবাসি। সাইনবোর্ড বাজারে এ রকম একটি নৌকা তৈরি হয়েছে দেখে আমরা অভিভূত। আমরা চাই আগামীতেও নৌকা প্রতীক ক্ষমতায় আসবে। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এ নৌকা প্রতীক।

নয়ন সরদার বলেন, মেহেদী হাসান বাবু একটি নৌকা মঞ্চ বানিয়েছেন শুনে খুব খুশি হয়েছি। আজ রাস্তায় নৌকা চালানো কথা শুনে দেখতে এসেছি। বাবুর এ প্রচেষ্টার সফলতা কামনা করি। নৌকাটির প্রধান পৃষ্ঠপোষক কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মাহফুজুর রহমান বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে নৌকার পক্ষে রাজনীতি করি। কিছু পাওয়ার উদ্দেশে দল করি না। আমার ছেলে মেহেদী হাসান বাবু আমার কাছে একটি বিশেষ নৌকা মঞ্চ তৈরি প্রস্তাব করে। বঙ্গবন্ধুর নৌকাকে ভালোবেসে আমি তাকে সব ধরনের সহায়তা করেছি। নৌকা প্রতীকের প্রতি ভালবাসা থেকে এ নৌকা তৈরি করেছি। যতোদিন বেঁচে আছি নৌকার পক্ষেই কথা বলবো। নৌকার পক্ষেই কাজ করে যাবো।

Share this content:

Related Articles

Back to top button