এবিএনএ: কাতার বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে প্রত্যাশিত জয় পাবে আর্জেন্টিনা- হয়তো এমনটাই ভেবেছিল ফুটবলপ্রেমীরা। কিন্তু মরুভূমির দেশ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামের সবুজ ঘাসের মাঠে বিশ্ববাসী দেখল সৌদি আরবের বিজয় কেতন। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল হার্ভে রেনার্ডের শিষ্যরা।
পুরো ম্যাচে খুব বেশি সময় ভালো খেলার প্রয়োজন পড়েনি সৌদি আরবের। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে খেলার গতির বাড়ায় সৌদি। আর ৪৮ থেকে ৫৩ মিনিট পর্যন্ত যেন গোলের নেশায় বুদ ছিল দলটির ফুটবলাররা। ছয় মিনিটেই এসেছে দুটি গোলটি। তাতেই বিজয়ের হাসি হেসেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
অথচ লুসাইলে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরো ম্যাচের ৭০ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখে লিওনেল মেসি বাহিনী। আর পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিয়েছে মোট পাঁচটি। গোল হয়েছে মাত্র একটি। অন্যদিকে দুটি অনটার্গেট নিয়ে দুটিতেই গোল আদায় করেছে সৌদি আরব।
কাতার বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে খেলতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনার ফুটবলাররা। সেই সুবাদে গোল পেয়ে যায় ম্যাচের দশম মিনিটে। ডি-বক্সের ভেতরে প্যারাদেসকে অবৈধভাবে বাধা দেয়ার কারণে ভারের মাধ্যমে পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। আর পেনাল্টি কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন দলনেতা লিওনেল মেসি।
প্রথমার্ধে আরও তিনটি গোল করেছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। কিন্তু তিনটি গোলই ছিল অলসাইড। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বাদ ছাড়ে সাদা-আকাশি রংয়ের জার্সিধারীরা।
এদিকে দ্বিতীয়ার্ধে যেন দেখা যায় সৌদি আরবের ফুটবলারদের অন্যরূপ। দারুণ পাসের সঙ্গে খেলায় গতি বাড়িয়ে দেয় দলটির ফুটবলাররা। সেই সুবাদে মাত্র ছয় মিনিটেই যেন আর্জেন্টাইন সমর্থকদের স্তব্ধ করে দেয় সৌদির ফুটবলাররা। ম্যাচের ৪৮তম মিনিটে সারেহ আলসেহরি ও ৫৩তম মিনিটে সলিম আদাওসারির করা গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সৌদি। এরপর ম্যাচের শেষ মিনিট পর্যন্ত গোলের জন্য একের পর এক আক্রমণ চালায় মেসি-ডি মারিয়ারা। কিন্তু শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে ২-১ গোল ব্যবধানে জিতেই মাঠ ছেড়েছে সৌদি আরব ফুটবল দল।