আন্তর্জাতিকলিড নিউজ

মমতার পাশে নুসরাত ও মিমি

এবিএনএ : ভারতে মুসলিমবিদ্বেষী সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশসহ বেশ কয়েকটি রাজ্য। এই আইন বাতিলের দাবিতে রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থী-শিক্ষক-চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিরা।

১০ ডিসেম্বর রাতে ভারতের লোকসভায় সংশোধিত নাগরিকত্ব বিল পাসের ভোটাভুটির সময়ে তৃণমূল এমপিদের মধ্যে অনুপস্থিত ছিলেন মিমি ও দেব। দুপুরে বিল পাসের সময়ে যখন ভোটাভুটি হয়, তখন এদের পাশাপাশি দেখা যায়নি নুসরাতকেও। যদিও অভিনেত্রী দাবি করেছিলেন, রাতে বিলের বিরুদ্ধে ভোট দেন তিনি। এ ঘটনার পর মিমি ও নুসরাতের সংসদীয় ভূমিকা নিয়ে প্রশ্নও ওঠে। তবে সমালোচনাকে পেছনে ফেলে র্যা লিতে সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে নুসরাত-মিমিকে। এ দিনের মিছিলে হেঁটেছেন সোহম চক্রবর্তী ও গৌতম ঘোষও।

Share this content:

Back to top button