বাংলাদেশরাজনীতিলিড নিউজ

মন্ত্রী হলে মেনন এ কথা বলতেন কিনা প্রশ্ন কাদেরের

এবিএনএ: একাদশ সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বলে ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যে প্রশ্ন তুলেছেন জোটের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মন্ত্রী হলে মেনন এ কথা বলতে পারতেন কিনা।’ রবিবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের এ কথা বলেন। একাদাশ জাতীয় নির্বাচন নিয়ে শরিবার বরিশালে দেয়া মেননের বক্তব্যের বিষয়ে ১৪ দলের সমন্বয়কের কাছে জানতে চাওয়া হবে বলেও জানিয়েছেন কাদের।

ঢাকা-৮ আসনে নৌকা প্রতীক নিয়ে গত দুই সংসদ নির্বাচনে বিজয়ী মেনন বিগত সরকারে দুই দফায় দুই মন্ত্রলায়ের দায়িত্বে ছিলেন। তবে একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠন করলেও মন্ত্রিসভায় তার ঠাঁই হয়নি। গত শনিবার বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে ৩০ ডিসেম্বরের নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

মেননের এ বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি যদি বলেই থাকেন, আমার প্রশ্ন হচ্ছে এতদিন পরে কেন? এই সময়ে কেন? নির্বাচনটা তো অনেক আগে হয়ে গেছে। আরেক প্রশ্ন সবিনয়ে- মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন? আর কোনো কিছু বলতে চাই না।’ মেননের এমন বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তার কাছে জানতে চাওয়া হবে কিনা- প্রশ্নে কাদের বলেন, ‘আমাদের ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম সাহেব, সেটা আমরা তার কাছে জানতে চাইব।’

ক্যাসিনোকাণ্ডে একটি ক্লাবের সঙ্গে সম্পৃক্ততার কথা ওঠার ক্ষোভে মেনন এসব কথা বলছেন কিনা জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘এটি তাকে জিজ্ঞাসা করলে ভাল হয়, তিনি কেন ক্যাসিনোকাণ্ডের পর এ কথা বললেন, ইলেকশনের পর কেন বললেন না।’ মেনন শপথ ভঙ্গ করেছেন কিনা জানতে চাইলে সেই প্রশ্নটাও মেননকে করতে সাংবাদিকদের বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।

Share this content:

Back to top button