এবিএনএ : বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে।চুক্তির মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর অথবা তার যোগদানের তারিখ থেকে পরবর্তী দু’বছর মন্ত্রিপরিষদ সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানপূর্বক মন্ত্রিপরিষদ বিভাগে পদায়ন করা হলো। খন্দকার আনোয়ারুল ইসলামের চুক্তির মেয়াদ ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। ২০১১ সালে ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগদান করেন খন্দকার আনোয়ারুল ইসলাম। এরপর ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে এবং ২০১৭ সালের ১৩ জুলাই সিনিয়র সচিব পদে পদোন্নতি লাভ করেন।
Share this content: