
এবিএনএ : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অুনষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম বানু শান্তির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার পাঠান মোঃ সায়েদুজ্জামান, সাব রেজিস্ট্রার ইয়াসিন আরাফাত, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার মঈনুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মনির হোসেন, হানিফ মিঞা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস মজুমদার, মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, বিপুলাসার ইউপি চেয়ারম্যান সায়েদুর রহমান দুলাল, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান শাহীন জিয়া, ঝলম উত্তর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান শাহীন জিয়া, উত্তর হাওলা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হিরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশবাসীর সমৃদ্ধি কামনায় দোয়া-মুনাজাত করা হয়।
Share this content: