বিনোদনলিড নিউজ

কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী হ্যারি বেলাফন্তে আর নেই

এবিএনএঃ কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী হ্যারি বেলাফন্তে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। বিবিসির প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার (২৫ এপ্রিল) ম্যানহাটনের আপার ওয়েস্টসাইডে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। বেলাফন্তের মুখপাত্র কেন সানশাইন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এই বিখ্যাত গায়কের।

Back to top button