আন্তর্জাতিক
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সংঘর্ষে নিহত ২৫

এবিএনএ : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের বামবারি শহরে গত দুই দিনে সহিংসতায় ২৫ জন নিহত হয়েছে। এর মধ্যে ছয় পুলিশ রয়েছে।
জাতিসংঘ বাহিনী এমআইএনইউএসসিএ শনিবার জানায়, শুক্রবার সকালে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ছয় পুলিশ ও চার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া বৃহস্পতিবার শহরের উপকণ্ঠে সাবেক মুসলিম মিলিশিয়া ও খ্রিস্টান পর্যবেক্ষণকারী গ্রুপ ‘অ্যান্টি-বলাকা’র (চাপাতি বিরোধী) মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে।
Share this content: