আন্তর্জাতিকবাংলাদেশলিড নিউজ

মধ্যপ্রাচ্যে আজ ঈদের আনন্দ

এবিএনএ: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। পশু কোরবানির মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই উৎসব উদযাপন করছেন এসব দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা।সৌদি আরবে হজে অংশগ্রহণকারী প্রায় বিশ লাখের বেশি হাজি মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।  সকাল সকাল ৬টা ২৫ মিনিটে মক্কার হারাম শরিফ ও ৬টা ১৫ মিনিটে মদিনার মসজিদে নবাবীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে মিনায় নিজ নিজ তাঁবুতে ফিরছেন হাজিরা। এর পর মিনায় শয়তানকে পাথর মারার পর পশু কোরবানি করবে হাজিরা। এরপর মাথার চুল ছেঁটে গোসল করে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করবেন তারা। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় ‘সাঈ’ শেষে আবার মিনায় যাবেন। সবশেষে মক্কায় বিদায়ী তাওয়াফ করে নিজ নিজ দেশে ফিরবেন।এদিকে ফিলিস্তিন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, মিসর ও ইউরোপের বিভিন্ন দেশেও ঈদুল আজহা পালিত হচ্ছে আজ। গতকাল সোমবার লাখো ধর্মপ্রাণ মুসল্লি তাঁবুর নগরী মিনা থেকে ফজরের নামাজ আদায় করেই আরাফাতের উদ্দেশে রওনা দেন। মুসল্লিদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে আরাফাত ময়দান ও এর আশপাশের এলাকা। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ তালবিয়ার ধ্বনিতে মুখর গোটা আরাফাতের ময়দান। আগামীকাল বুধবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

Share this content:

Related Articles

Back to top button