এবিএনএ: নির্মাণের শুরু থেকেই সংবাদের শিরোনামে আছে ‘মণিকর্ণিকা’। আর কিছুদিন ধরে বেশ ঘনঘনই এই ছবিটি সংবাদ শিরোনাম হচ্ছে। সম্প্রতি ছবিটির অন্যতম অভিনেতা সোনু সুদ ছবিটি থেকে বেরিয়ে গেলে বিতর্ক শুরু হয়। এর পর জানা যায়, ছবিটি এখন পরিচালনা করবেন মূল চরিত্রে রূপদানকারী কঙ্গনা রানাউত। আর শেষ সংবাদটি হলো, ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’ ছবিটির অধিকাংশ দৃশ্য পুনর্চিত্রায়িত হবে। ছবিটির সাথে সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, কঙ্গনা ও সোনুর মধ্যে বিবাদ চরমে পৌঁছেছিল। মনে করা হচ্ছে, সোনু ভেবেছিলেন কঙ্গনার পরিচালনায় ‘মণিকর্ণিকা’ চিত্রনাট্যে যেভাবে লেখা ছিল সেভাবে উন্নতি করছে না। সোনু তাঁর এই অভিব্যক্তি প্রকাশ করতেই কঙ্গনা তাঁকে ভর্ৎসনা করেন। তার পরই ছবি থেকে সরে দাঁড়ান সোনু। ছবিটি বর্তমানে কী অবস্থায় আছে জানতে চাইলে ওই সূত্রটি জানায়, কেবল ২০ দিনের শুটিং শেষ হয়েছে, এখনও ৭০ দিনের শুটিং শিডিউল করা আছে। এখন তো ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্র ছবি থেকে সরে গেলেন, অনেকটা অংশ আবার শুট করতে হবে। এর আগেই প্রযোজক কমল জৈন জানিয়েছিলেন কেন কঙ্গনা রানাউত এখন থেকে ছবিটার পরিচালনা করবেন। তিনি বলেছিলেন, শেষ শিডিউল হয়ে যাওয়ার পর আমরা দেখলাম প্যাচওয়ার্ক ছাড়াও ছবিতে আরো কিছু সিন প্রয়োজন। সেটা লেখা শেষ হলে আমরা কঙ্গনার ডেট চেয়েছিলাম, কিন্তু ততদিনে তিনি নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করে দিয়েছিলেন। আর সেভাবে দেখতে গেলে কঙ্গনা প্রথম থেকে ছবিটার সঙ্গে যুক্ত, তাই আমরা ভেবেছি তিনিই ছবিটার কাণ্ডারি হতে পারবেন। এখানে প্রজেক্ট হাইজ্যাকের কোনো বিষয় নেই, যা হয়েছে সবটাই প্রযোজক ও স্টুডিওর সম্মতিতে। জি স্টুডিওস, কমল জৈন ও নিশান্ত পিটের প্রযোজনায় ‘মণিকর্ণিকা : দ্য কুইন অব ঝাঁসি’তে রানি লক্ষ্মীবাঈয়ের ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাউতকে। প্রথমে ২০১৮র ২৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির, পরে তা পিছিয়ে যায় ২৫ জানুয়ারী ২০১৯তে।