এবিএনএ : মডেলিংয়ে পা রাখলেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবস। সম্প্রতি একটি বিউটি ক্যাম্পেইনে তিনি অংশ নেন। এতে তিনি বেশ সাড়া ফেলেছেন। উঠে এসেছেন আলোচনায়। পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ ওই ধনকুবের মেয়ে হয়ে মডেলিং শুরু করায় সবার নজরে এসেছেন তিনি।
২২ বছর বয়সী বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্টিভ জবসের মেয়ে সম্প্রতি একটি প্রসাধনী সংস্থা বিউটি ক্যাম্পেইনের জন্য বাথটাবে পোজ দেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, তার হাতে ওয়াইনের গ্লাস, গলায় স্বর্ণের চেইন, নখ ও ঠোঁটে প্রসাধনী।
মডেলিং ছাড়াও সফল অশ্বারোহী হিসেবে ব্যাপক খ্যাতি ইভের। ২৫ বছরের নিচে অশ্বারোহীদের তালিকায় বিশ্বের পাঁচজনের একজন তিনি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ইভ জবস। আগামী বছর গ্র্যাজুয়েশন সম্পন্ন করবেন তিনি।
Share this content: