

এবিএনএ: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মহানগরীর ৩০ নং ওয়ার্ডের ইসলামীয়া কলেজের মেয়র প্রার্থীর ব্যালট পেপার শেষ হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর পর থেকে কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। এদিকে ঘটনার পর কেন্দ্রটিতে অবস্থান নিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।আজ সোমবার দুপুর একটার মধ্যেই ব্যালট পেপার শেষ হয়ে যায়। এখানে ২ হাজার ২৪৮টি ভোট ছিল। এ খবর পাওয়ার পরেই কেন্দ্রটিতে এসে হাতেনাতে বিষয়টি ধরেছেন মোসাদ্দেক হোসেন বুলবুল। এর পর থেকেই বুলবুল ভোট কেন্দ্রের ভেতরে মাঠে মাটিতে বসে আছেন। তিনি বলেছেন, ‘ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত আমি এখানে বসে থাকব। কত ভোট কাস্ট হয় আমি এটা দেখেই এখান থেকে যাব।’এদিকে ব্যালট পেপার শেষ হওয়ার বিষয়ে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহীল সাফি বলেন, ‘ব্যালট আছে। কিন্তু কেন্দ্রের ভেতরে যারা ঝামেলা করছে তারা বের হয়ে গেলেই আমরা পুনরায় ভোটগ্রহণ শুরু করব।’