বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ভোট দিলেন শামীম ওসমান

এবিএনএ : অবশেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুলে ভোট দিতে আসেন। শামীম ওসমান সিটি এলাকার ভোটার কিনা এ নিয়ে ধোঁয়াশা ছিল। বিষয়টি সারাদিন ধরেই গোপন ছিল। মুখ খুলছিলেন না কেউ। আবার বিভিন্ন সূত্রে বিভিন্ন কেন্দ্রের নাম শোনা যাচ্ছিল। অবশেষে আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন বিকেল সাড়ে তিনটায়। এ সময় কেন্দ্র প্রায় ফাঁকাই ছিল। অধিকাংশ ভোটাররা আগেই ভোট দিয়ে চলে গেছেন। একরকম ফাঁকা কেন্দ্রে সময় শেষ হবার আধাঘণ্টা আগে তিনি ভোট দিতে এলেন।

Share this content:

Back to top button