ভোট দিলেন ক্লিনটন দম্পতি

এবিএনএ : নিউইয়র্কের চ্যাপাকুয়েতে অবস্থিত পোলিং বুথে ভোট দিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন ও তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
বাংলাদেশ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিটে তারা দুইজন নিজেদের ভোট প্রদান করেন বলে নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
উল্লেখ্য, মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৮ নভেম্বর ভোর ছয়টা থেকেই কোনো কোনো রাজ্যে খুলে যায় পোলিং বুথের দরজা।
যুক্তরাষ্ট্রে ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন সময়ে শুরু হয় ভোটগ্রহণ। দিনভর ভোটগ্রহণ শেষে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের মধ্যেই চূড়ান্ত হবে কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট।
বর্তমানে মার্কিন ভোটাররা ভীড় করছেন ভোট কেন্দ্রে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে।
Share this content: