
এবিএনএ: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রবার্ট মিলার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেমএম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।এর আগে বিকেল ৪টার দিকে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন কমিশনে যান। সেখানে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করে রবার্ট মিলারের নেতৃত্বে প্রতিনিধি দল।এর আগে গত ১১ ডিসেম্বরও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে নির্বাচন কমিশনে গিয়েছিলেন রাষ্ট্রদূত রবার্ট মিলার।
Share this content: