অর্থ বাণিজ্যলিড নিউজ

বিনিয়োগকারীদের অনশন ভাঙালেন মেনন

এবিএনএ: সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে অনশনরত বিনিয়োগকারীদের অনশন ভাঙালেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে সকাল ১১টা থেকে এই গণঅনশন শুরু হয়েছিল।

দীর্ঘদিন ধরে শেয়ারবাজারের অব্যাহত দরপতনের পর গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল পুঁজিবাজার। একদিন বিরতির পর গতকাল নতুন সপ্তাহের প্রথম দিনে আবার দরপতন হয়। কমে যায় লেনদেনের পরিমাণ এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। সপ্তাহের দ্বিতীয় দিন সোমবারও সূচক কমে যাওয়ার মধ্যে দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়।

টানা দরপতনে নিয়ন্ত্রক সংস্থাগুলো থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে দাবি করেন বিনিয়োগকারীরা। বাজারের এই অস্থিতিশীলতা ঠেকাতে এর আগে বিক্ষোভ ও মানববন্ধন করেছিল বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। আজ ডিএসইর সামনে ১২ দফা দাবি নিয়ে আবার প্রতীকী গণঅনশন শুরু করেছিল সংগঠনটি।

Share this content:

Back to top button