
এবিএনএ: নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কম বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাফিন আহমেদ। তিনি বলেন, এ দেশে নির্বাচনে অনেক অনিয়ম হয়েছে। গত কয়েকটা নির্বাচনে এত বেশি অনিয়ম হয়েছে যে, আমার মনে হয় ভোটাররা নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কারণ তারা মনে করেন তাদের ভোটের দাম নেই। বৃহস্পতিবার দুপুরে গুলশান-২ এ অবস্থিত মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করে সাংবাদিকদের তিনি একথা বলেন। শাফিন আহমেদ বলেন, সকালে বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখেছি। বাকি দিনটা আমি আরও দেখতে চাই, আরও কেন্দ্রে যাব।বিকেল পর্যন্ত দেখে এ বিষয়ে আমি আমার মন্তব্য দেব।
Share this content: