জাতীয়বাংলাদেশলিড নিউজ

এসএসসি: ১১ বোর্ডে পাসের হার

এবিএনএ: ২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় এবার গড়ে ৮৭ দশমিক ৪৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান হস্তান্তরের পর দুপুর ১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল প্রকাশ করেন৷

ঢাকা শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ। মেয়েদের ৯০ দশমিক ৪৫ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৯০ দশমিক ০৩ শতাংশ।

রাজশাহী শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ৬২ শতাংশ। মেয়েদের ৮৬ দশমিক ১৭ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৯১ দশমিক ৫৬ শতাংশ। মেয়েদের ৯১ দশমিক ০৬ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ। মেয়েদের ৮৭ দশমিক ৬৯ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ।

সিলেট শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৭১ শতাংশ। মেয়েদের ৭৮ দশমিক ৯০ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ।

বরিশাল শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৯৬ শতাংশ। মেয়েদের ৯১ দশমিক ১৬ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ডে ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ। মেয়েদের ৮১ দশমিক ৫৫ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ।

মাদরাসা শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৮২  দশমিক  ২২ শতাংশ। এর মাঝে ছাত্র ৮২ দশমিক ১২ এবং ছাত্রী ৮২ দশমিক ৩২ শতাংশ৷ কারগরি শিক্ষা বোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ। এর মাঝে ছাত্র ৮৮ দশমিক ৮৪ শতাংশ এবং ছাত্রী ৯১ দশমিক ৮০ শতাংশ৷

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরিক্ষার্থী অংশ নেয়।  পরীক্ষার্থীদের মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

Share this content:

Related Articles

Back to top button