বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ভোটের অধিকার হরণ করতেই ইভিএম: ফখরুল

এবিএনএ: জনগণের ভোটের অধিকার হরণ করতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের দূরভিসন্ধিমূলক সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন- এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর কারণে যেকোনো পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় ইসিকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন। আগামী নির্বাচনে ১০০ আসনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে এই যন্ত্রটি কেনার তোড়জোড়ও শুরু হয়েছে। ইভিএমের জন্য বিপুল অর্থ ব্যয় কমিশনের কর্মকর্তাদের ব্যক্তিগত দায় হিসেবে চিহ্নিত হবে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয় নির্বাচনে ইসির হঠাৎ ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত দূরভিসন্ধিমূলক।’ফখরুল বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভোটের অধিকার হরণ করতেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই চেষ্টা বন্ধ করা না হলে দেশে যেকোনো পরিস্থিতির জন্য ইসিকে দায়ভার নিতে হবে।’ এ ধরনের ‘দূরভিসন্ধি’ জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। সরকার জনগণের ওপর আস্থা হারিয়ে এখন যন্ত্রের ওপর নির্ভর করছে দাবি করে ফখরুল প্রশ্ন রাখেন, ‘কাকে বিজয়ী করতে নির্বাচন কমিশন তরিঘরি করে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।’ এর পেছনে কারা কলকাঠি নাড়ছে সেই প্রশ্নও রাখেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, ‘বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল এবং সুশীল সমাজের আপত্তি সত্ত্বেও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ইভিএম আরপিও করার চেষ্টা করছে। জনগণের প্রতি আস্থা হারিয়ে যন্ত্র ব্যবহারে উঠে পড়ে লেগেছে সরকার।’ ‘বিশ্বের প্রায় ৯০ ভাগ দেশে ইভিএম পদ্ধতি চালু নেই। বিশেষজ্ঞদের মতে ইভিএম পদ্ধতিতে ভোট জালিয়াতি সম্ভব। ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভোটের অধিকার হরণ করতেই এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে।’

Share this content:

Related Articles

Back to top button