আমেরিকা

ভেস্তে গেল ট্রাম্পের বিরুদ্ধে চলা প্রচারণা

এ বি এন এ : ট্রাম্পের বিরুদ্ধে চলা সকল প্রচারণা শেষ পর্যন্ত ভেস্তে গেল। রিপাবলিকান দলের প্রার্থী হতে যে পরিমাণ ডেলিগেট প্রয়োজন ছিল তা সংগ্রহ করে ফেলেছেন নিউ ইয়র্কের এই ব্যবসায়ী। সেই সঙ্গে রিপাবলিকানদের একটি বড় অংশ এখন ট্রাম্পকে সমর্থন করছে। ফলে দলীয় কনভেনশনে ট্রাম্পকে রিপাবলিকানদের প্রার্থী হিসেবে ঘোষণা করা এখন সময়ের ব্যাপার মাত্র।
ট্রাম্পের বিরুদ্ধে চলা প্রচারণাকারীরা চাচ্ছিল ট্রাম্পের বদলে ডেলিগেটরা ভিন্ন কাউকে রিপাবলিকান প্রার্থী হওয়ার জন্য নাম প্রস্তাব করবে। কিন্তু তিনটি রাজ্যের ডেলিগেটরা সেই সম্ভাবনাকে উড়িয়ে দেয়ার পর এবার রিপাবলিকান প্রার্থী হওয়ার ক্ষেত্রে আর বাধা নেই ট্রাম্পের।
এদিকে সোমবার ক্লিভল্যান্ডে রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প বলেছেন, তার স্বামী কখনো আমেরিকাকে হারতে দেবেন না। তিনি সমালোচকদের দিকে দৃষ্টি না দিয়ে ভবিষ্যৎ শক্তিশালী আমেরিকা গঠনের দিকে সকলকে দৃষ্টি দেয়ার আহ্বান করেন।
চার দিনের এই সম্মেলনেই ট্রাম্পকে দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হবে, মাইক পেনস হবেন তার রানিং মেট, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থী।
জাঁকালো এই সম্মেলনের প্রথম দিনই বক্তৃতা দিতে রিপাবলিকানদের সামনে আসেন মেলানিয়া। তিনি বলেন, যখন স্বামীর প্রসঙ্গে আসবে, আমি বলব, আমি অবশ্যই পক্ষপাতমুক্ত নই, আর তা ভালোর জন্যই। আমি ডোনাল্ডের সঙ্গে আছি ১৮ বছর ধরে। এই দেশের জন্য তার ভালোবাসা কতোটা, তা আমি পরিচয়ের শুরু থেকেই জানি। আমার স্বামী আপনাদের নতুন পথের দিশা দিতে চাইছেন। পরিবর্তনকে স্বাগত জানিয়ে, সমৃদ্ধি এবং মানুষে মানুষে, দেশে দেশে বৃহত্তর সহযোগিতার বার্তা দিচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘ডেনাল্ড পুরো জাতির প্রতিনিধি হতে চান, কিছু লোকের নয়। তাদের মধ্যে খ্রিস্টান, ইহুদি, মুসলিম, তাদের মধ্যে হিস্পানিক, আফ্রিকান-আমেরিকান, এশিয়ান, আর গরিব ও মধ্যবিত্তরাও থাকবেন। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, ডোনাল্ড জে ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে এবং এই দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত।’

Share this content:

Related Articles

Back to top button