আন্তর্জাতিকলিড নিউজ

ভেনিজুয়েলায় নির্বাচনে মাদুরোকে বিজয়ী ঘোষণা

এবিএনএ : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভেনিজুয়েলার জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রধান তিবিসেই লুসেনা জানান, ৯০ শতাংশের বেশি ভোট গণনা শেষে মাদুরোর পক্ষে ৬৭ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেনরি ফ্যালকন পেয়েছেন ২১ দশমিক ২ শতাংশ ভোট। এদিকে ভেনিজুয়েলায় অনুষ্ঠিত রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করার জন্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রধান বিরোধী দল। দলটি এই নির্বাচন বর্জন করে।

ভেনিজুয়েলার অন্যতম প্রধান বিরোধী দল ফ্রেন্টে আম্পলিও বলেন, ‘আমরা চাই প্রার্থীরা সামনে এগিয়ে আসুন। এই ফলাফলের প্রতিবাদ করুন। ব্যাপক কারচুপির এই নির্বাচনকে তারা প্রত্যাখ্যান করুন। এই ফলাফল আগেই তৈরি করা।’ বিরোধী দলীয় আইনপ্রণেতা জুয়ান অ্যান্ড্রেস মেজিয়া বিতর্কিত এই নির্বাচনে মাদুরোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সাবেক গভর্নর হেনরি ফ্যালকন ও যাজক জ্যাভিয়ের বার্তুসির প্রতি ‘এক সঙ্গে অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের’ দাবিতে যোগ দেয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button