আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে ২৪০০ অভিবাসী উদ্ধার

এবিএনএ : ভূমধ্যসাগর থেকে ২৪০০ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্টগার্ড। এছাড়া গত দুই দিনে ১৪টি মরদেহ ‍উদ্ধার করা হয়েছে।
অভিবাসীরা রাবারের নৌকায় ছিলেন। এক বিবৃতিতে কোস্টগার্ড জানায়, শনিবার রাতে অভিবাসীদের উদ্ধার করা হয়।
চিকিৎসকদের সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারস এক টুইটবার্তায় জানায়, উদ্ধার অভিযানে অন্তত ১২জন নিহত হয়েছে। যাদের মধ্যে চারজনই শিশু।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে তিন হাজারেরও বেশি অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button