
এবিএনএ: সম্পর্ক জোরদারের ধারাবাহিকতায় পাঁচটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও ভুটান। কৃষি, স্বাস্থ্য, নৌ পরিবহন, পর্যটনসহ নানা ক্ষেত্রে সহযোগিতার পাশাপাশি ১৬টি পণ্যে বাংলাদেশের কাছে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে দেশটি। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এসব স্মারক সই হয় বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করতে এলে তাকে শুভেচ্ছা জানান সরকার প্রধান শেখ হাসিনা। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সাথে একান্তে কথা বলেন শেখ হাসিনা। পরে ৩০ সদস্য নিয়ে সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের নীতিনির্ধারকরা। হাসিনা-শেরিং এর নেতৃত্বে এ সময় দুই পক্ষ আলোচনা করেন সম্ভাবনার বিভিন্ন খাত নিয়ে। এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতামূলক পাঁচটি সমঝোতায় সই করে ঢাকা-থিম্পু। এসময় কৃষি-স্বাস্থ্য-নৌপরিবহন-জনপ্রশাসন-পর্যটনসহ বেশকিছু বিষয়ে একসাথে কাজ করতে সমঝোতা হয় বলে জানান পররাষ্ট্রসচিব।
বাংলাদেশকে স্বাধীনতার প্রথম স্বীকৃতিদাতা দেশ ভুটান। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন দেশটির প্রধানমন্ত্রী লোটে শেরিং। লোটে শেরিং বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮তম ব্যাচের প্রাক্তন ছাত্র। এখান থেকেই এমবিবিএস ও এফসিপিএস পাস করে দেশে ফিরে রাজনীতিতে যোগ দেন তিনি। ২০১৩ সালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া ডিএনটিকে জনগণের কাছে জনপ্রিয় করতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
Share this content: