
এবিএনএ: সবার সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে ভূঁইফোড় অনলাইন গণমাধ্যমের নেতিবাচক সংবাদের প্রভাব মোকাবেলায় কাজ করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী হিসেবে নিজের প্রথম কার্যদিবসে তিনি একথা বলেন।
গণমাধ্যমের নেতিবাচক প্রভাব সম্পর্কে হাছান মাহমুদ বলেন, ‘অনেকগুলো অনলাইন মিডিয়া সংবাদমাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে। এগুলো আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। এ ছাড়া দেশের স্বার্থে সরকার এবং গণমাধ্যম সমন্বিতভাবে কাজ করবে এবং অনলাইনে ভুয়া সাংবাদিকতা রোধ করা হবে বলেও জানান নবনিযুক্ত এ তথ্যমন্ত্রী।
Share this content: