আন্তর্জাতিকলিড নিউজ

ভিয়েনায় ‘সন্ত্রাসী’ হামলায় নিহত ৩

এবিএনএ : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সন্ত্রাসী হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন। সোমবার রাতের এ হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টার দিকে বন্দুকধারীরা ভিয়েনার কেন্দ্রস্থলের ছয়টি স্থানে গুলি চালায়। এতে দুই ব্যক্তি নিহত হন। আহত হন বেশ কয়েকজন।

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ এই ঘটনাকে ‘ঘৃণ্য সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে জানিয়েছেন, হামলার ঘটনায় এক বন্দুকধারীও নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুলিশ অন্তত এক হামলাকারীকে খুঁজছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। গুলির ঘটনাগুলো ‘টার্গেট’ করে করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়। পুলিশ জানায়, গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর। অন্তত ১৪ জনকে হাসপাতালে ভর্তি বলে জানা গেছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

করোনার সংক্রমণ ঠেকাতে অস্ট্রিয়াজুড়ে নতুন করে বিধিনিষেধ আরোপের কয়েক ঘণ্টা আগে হামলার ঘটনা ঘটলো।এ সময় অনেক মানুষ বাইরে ছিল। ইউরোপীয় নেতারা গুলির এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, এ হামলার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button