আইন ও আদালতলিড নিউজ

ভিন্ন রাস্তায় খালেদা জিয়াকে বাসায় পৌঁছে দিল পুলিশ

এবিএনএ : দুর্নীতির মামলায় হাজিরা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্য এক পথে বাসায় বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ। সড়ক বন্ধ রেখে তাকে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। এতদিন বকশিবাজারের বিশেষ জজ আদালতে হাজিরা শেষে হাইকোর্টের সামনের সড়ক ব্যবহার করে গুলশানের বাসায় ফিরতেন খালেদা জিয়া। তবে বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তৃতীয় দিনের যুক্তি উপস্থাপন শেষে তিনি চানখারপুল, গুলিস্তান- কাকরাইল মোড় হয়ে গুলশানের বাসায় ফিরেছেন।

অস্থায়ী আদালত থেকে বাসায় ফেরার সময় খালেদা জিয়ার গাড়িবহরের সামনে ছিল পুলিশের বেশ কয়েকটি গাড়ি। পেছনে ছিল র‌্যাবের মোটরসাইকেলের বহর। গত ৩০ জানুয়ারি খালেদা জিয়া ফেরার পর হাইকোর্ট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় প্রিজন ভ্যানে হামলা করে আটক দুই নেতাকে ছিনিয়ে নেয় বিএনপি কর্মীরা। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযানে বিএনপির ৬৯ জন নেতা-কর্মী এবং পরে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়েছে।

Share this content:

Back to top button