খেলাধুলালিড নিউজ

শ্রীলংকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাল নিউজিল্যান্ড

এবিএনএ : ইংল্যান্ডে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ এখন পর্যন্ত কোনো আপসেট দেখেনি। প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছেড়েছে ফেবারিট দলগুলো। আসরের তৃতীয় দিনটাও কি সাদামাটা কাটবে নাকি আজ আপসেটের দেখা মিলবে কার্ডিফের সোফিয়া গার্ডেনে। শক্তিশালী নিউজিল্যান্ডকে ভড়কে দিতে পারবে শ্রীলংকা? নাকি অনুমিত জয় পাবে শ্রীলংকা। সব প্রশ্নের জবাব পেতে চোখ রাখুন কার্ডিফে।

আসরের তৃতীয় ম্যাচে টস জিতেছে নিউজিল্যান্ড। প্রথমে শ্রীলংকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কেন উইলিয়ামসন। দুদলের মধ্যে এখন পর্যন্ত ৯৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জয়-পরাজয়ের হিসেবে দুদলই প্রায় সমান অবস্থানে রয়েছে। নিউজিল্যান্ডের জয় ৪৮টিতে, শ্রীলংকার জয় ৪১ ম্যাচে। বিশ্বকাপে এখন পর্যন্ত ১০ ম্যাচে দেখা হয়েছে দল দুটির। তাতে অবশ্য এগিয়ে শ্রীলংকাই। ৬ ম্যাচে জিতেছে এশীয় দলটি। নিউজিল্যান্ড জিতেছে চার ম্যাচে।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল,টম লাথাম, কলিন মুনরো,কেন উইলিয়ামসন (অধিনায়ক),রস টেলর,জেমস নিশাম,কলিন ডি গ্র্যান্ডহোম,মিচেল স্যান্টনার,লোকি ফার্গুসন,ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি। শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিস, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা ও সুরঙ্গা লাকমল।

Share this content:

Related Articles

Back to top button