এ বি এন এ : কাশ্মিরের পাকিস্তান সীমান্তে ভারতের হামলায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুই দেশেই এখন চরম উত্তেজনা বিরাজ করছে। এই সংঘাতপূর্ণ অবস্থানের শান্তিপূর্ণ উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।
বুধবার এক বিবৃতির মাধ্যমে তারা জানায়, ভারত-পাকিস্তান তাদের দ্বন্দ্ব ভুলে খুব শিগগিরই তাদের সমস্যার সমাধান করবে। চীন আশা করে দুই দেশ সংলাপে বসে তাদের অনৈক্য দূর করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে।
পাকিস্তানের কাশ্মিরবিষয়ক বিশেষ দূতকে এমনটাই বলেছেন চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লিউ জেনমিন। তিনি এও বলেছেন, কাশ্মির বিষয়ে পাকিস্তানের অবস্থানকে চীন গুরুত্ব দিয়েই দেখে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, কূটনীতি ও আলাপ-আলোচনার মাধ্যমে পাক-ভারত দ্বন্দ্বের অবসান চায় যুক্তরাষ্ট্রও। দুই দেশের রাজনৈতিক উত্তেজনা প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সচিব জশ আর্নেস্ট বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সব সময়ই আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়েছে ভারত ও পাকিস্তানের প্রতি। আমরা সহিংসতার সমালোচনা করেছি। বিশেষত সন্ত্রাসী আক্রমণের। আমরা আশা করছি এবং দুই পক্ষের প্রতিই আহ্বান জানাচ্ছি সহিংসতার পথে না গিয়ে আলোচনার মাধ্যমে চলমান উত্তেজনা প্রশমনের জন্য।’
পাকিস্তানের সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থক হলো চীন। তারা চায় পাকিস্তান ও ভারতের সমস্যার শান্তিপূর্ণ অবসান হোক। হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে অনেকটা একই কথা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেস সচিব জস আর্নেস্ট। এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে তিনি জানান, যুক্তরাষ্ট্র সবসময়ই শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহিত করে।