আন্তর্জাতিকলিড নিউজ

পুননির্বাচিত হলেন জোকো উইদোদো

এবিএনএঃ সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তোকে (৬৭) হারিয়ে ফের ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জোকো উইদোদো(৫৭)। গত মাসে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যাপক সহিংসতার আশঙ্কার মধ্যেই আজ মঙ্গলবার সকালে দেশটিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। খবর বিবিসির।

দেশটিতে গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ১৯ কোটি ৩০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে প্রায় ৮০ ভাগ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফল ঘোষণার আগেই নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভের হুঁশিয়ারি দেন সুবিয়ান্তো। তবে নির্বাচনের এই ফলাফল নিয়ে সুবিয়ান্তো আদালতে চ্যালেঞ্জ করবেন কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি।

Share this content:

Back to top button