খেলাধুলাবিনোদনলিড নিউজ

মুহূর্তেই ভাইরাল ক্রিস গেইলের নতুন গান (ভিডিও)

এবিএনএ : ক্রিকেটের ‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলের নতুন গান বাজারে এসেছে। ভারতের জনপ্রিয় হিপ-হপ গায়ক এমিওয়ে বান্তাইয়ের সঙ্গে তার নতুন গান আজ ইউটিউবে প্রকাশ করা হয়েছে। গানটি নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে।

‘জ্যামাইকা ‍টু ইন্ডিয়া’ শীর্ষক গানে ক্রিস গেইল ও এমিওয়ে বান্তাইয়ের সঙ্গে মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন বেশ কজন নারী অভিনেত্রীও। গানটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। এবারের আইপিএলে কিংস এলিভেন পাঞ্জাবের হয়ে মাঠ কাঁপাবেন গেইল। তার আক্রমণাত্মক ব্যাটিং দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেটপ্রেমিরা। এরমধ্যেই গান প্রকাশ করে সবাইকে চমকে দিলেন তিনি।

Share this content:

Back to top button