আমেরিকালিড নিউজ

ভারতের জিএসপি সুবিধা বাতিল করছে যুক্তরাষ্ট্র

এবিএনএ: ভারতকে দেয়া অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) প্রত্যাহার করে নেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জিএসপি স্কিমের আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে অন্যদেশের পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকে। অনৈতিক বাণিজ্য সুবিধা রোধের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পণ্যের মানদণ্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ভারত। এদিকে, এ বিষয়ে ভারতের পক্ষে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপে ‘অর্থনীতিতে খুব কম প্রভাব’ পড়তে পারে।মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় তুরস্ককে দেয়া অগ্রাধিকারমূলক বাজার সুবিধাও প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

Share this content:

Related Articles

Back to top button