আমেরিকালিড নিউজ

ভারতীয় নাগরিককে পুরস্কৃত করল মার্কিন পুলিশ

এবিএনএ : সহকর্মীর জীবন বাঁচানোর ঘটনায় ভারতীয় নাগরিককে পুরস্কৃত করেছে মার্কিন পুলিশ। শুক্রবার নিউ জার্সির এডিসন স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন অনিল ভান্নাভালি (৩৪)। এ সময় মাধুরি রিচার্লা (২৬) অজ্ঞান হয়ে ট্রেনের লাইনে পড়ে যান। অনিল দৌড়ে গিয়ে ট্রেনের লাইন থেকে রিচার্লাকে নিরাপদে সরিয়ে আনেন। কিন্তু ততোক্ষণে তার ব্যাগ কেউ চুরি করে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, চুরির বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক। তবে অনিলকে মঙ্গলবার এক হাজার ডলার পুরস্কার দেয়া হয়েছে। পুলিশ প্রধান টমাস ব্রায়ান এক বিবৃতিতে জানান, একটি নিঃস্বার্থ ভাল কাজের মধ্যে এ ধরনের চুরির ঘটনা দুঃখজনক এবং জঘন্য। মিসেস রিচার্লাও তার সহকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন। অনিলের ব্যাগে তার কাজের ল্যাপটপ, হেডফোন এবং নগদ দুইশ ডলার ছিল। স্থানীয় গণমাধ্যম জানায়, চোরকে খুঁজে বের করার জন্য নজরদারি ভিডিও খতিয়ে দেখছে পুলিশ।

Share this content:

Back to top button