খেলাধুলালিড নিউজ

ভারতকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এবিএনএ : স্বপ্নটা পূরণ হলো এবার। ছেলেরা অল্পের জন্য ব্যর্থ হলেও এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশের মেয়েরা। টানা পঞ্চম জয়ে এই অনন্য অর্জন ছিনিয়ে নিলো সালমারা।
চ্যাম্পিয়ন হওয়ার পথে ভারতকে দুইবার ও পাকিস্তানকে একবার পরাজিত করেছে তারা। এছাড়াও জয় তুলে নিয়েছে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষেও। শনিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ভারতের বিরুদ্ধে তিন উইকেটের জয় পেয়েছে মেয়েরা।
টস জিতে ভারতকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ১১২ রান সংগ্রহ করে ভারত। জবাবে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। বাংলাদেশের জয়ের পথে ব্যাট হাতে অনন্য ভূমিকা পালন করেছেন নিগার সুলতানা ও রুমানা আহমেদ। দুজনের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ২৭ ও ২৩ রান। রুমানা আহমেদ বল হাতেও নিয়েছে দুই উইকেট।

Share this content:

Related Articles

Back to top button