এবিএনএ : বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘হেট স্টোরি’। ছবির নায়ক-নায়িকা হিট না হলেও সিনেমা যথারীতি হিট। আগের তিনটি ছবিই ব্যবসায়িক সফলতা পেয়েছে। আগামী ৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘হেট স্টোরি ফোর’। এটিও যে সফল হতে চলেছে সে রায় এরই মধ্যে চলে এসেছে। সিনেমায় একজন সুপার মডেলের চরিত্রে দেখা যাবে ঊর্বশীকে। যে কি না দুই ভাই করণ ওয়াহি ও ভিভান ভাতেনার সঙ্গে প্রেমের ফাঁদ পাতবেন। তার প্রেমেও পড়বেন দুই ভাই। দুজনের সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে দেখা যাবে ঊর্বশীকে। ছবির ব্যকগ্রাউন্ডে ‘আশিক বানায়ে আপনে’র টাইটেল ট্র্যাকটিও ব্যবহার করা হয়েছে।
বিশাল পান্ডিয়া পরিচালিত ছবিটির ট্রেইলার তো রীতিমতো ঝড় তুলেছে ইউটিউবে। চলছে নানা রকমের আলোচনাও। বিভিন্ন খোলামেলা দৃশ্যে দর্শক আপত্তি তুললেও দেখছেন। ২৬ জানুয়ারি ট্রেইলার ইউটিউবে ছাড়া হয়েছে। এরইমধ্যে এটি ৯৬ লাখের বেশি দেখা হয়েছে।