
এবিএনএ : ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চরম উত্তেজনার মুহূর্তে পদত্যাগ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর মাত্র ছয় মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি। শানাহানের পদত্যাগের কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পরিবারকে সময় দেওয়ার জন্যই প্যাট্রিক পদত্যাগ করেছেন। মার্কিন আইন অনুযায়ী, সিনেটের অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত প্রেসিডেন্টের নিয়োগপ্রাপ্ত মন্ত্রীকে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যেতে হয়। প্যাট্রিক শানাহান সে অনুমোদন পাওয়ার আগেই দায়িত্ব থেকে সরে গেলেন। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে সিরিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের পদ্ধতি নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে পদত্যাগ করেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। তারপর এই পদে নিয়োগ পান শানাহান।
এমন সময়ে তিনি পদত্যাগ করলেন যার মাত্র দুই দিন আগে ইরানি হুমকি থেকে মার্কিন স্বার্থ রক্ষায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত এক হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন।
Share this content: