এবিএনএ : ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় পরিচালক অরিন্দম শীল। শুক্রবার মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘দুর্গা সহায়’। এতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী। পরিচালক অরিন্দম শীলের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেছেন এ নায়িকা।
সিনেমা মুক্তির আগে অভিনয় ও ব্যক্তিগত জীবন নিয়ে আনন্দবাজার পত্রিকার সঙ্গে কথা বলেছেন তনুশ্রী।
‘রাজকাহিনী’ ও ‘বেলাশেষে’র মতো জনপ্রিয় সিনেমায় কাজের অফার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তিনি। নিজের চরিত্র পছন্দ না হওয়ার কারণেই অফার ফিরিয়ে দেন তনুশ্রী।
পরে এই সিনেমাগুলো ব্যাপক ব্যবসাসফল হয়। তবে এ নিয়ে নায়িকার কোনো আক্ষেপ নেই।
তনুশ্রীর ভাষ্যে, আমার চরিত্রটা ‘বেলাশেষে’তে ঋতুদি করেছিল। শি ডিড হার বেস্ট। কিন্তু আমার মনে হয়েছিল ওই সময়টায় শিবুদার সঙ্গে আমি আরও বেটার রোলে কাজ করতে পারি। নিশ্চয়ই সে সুযোগ আসবে। আমি তো আশাবাদী। সময় তো ফুরিয়ে যায়নি। আমি হোপফুল যে, ২০১৭ আমার জন্য অন্য রকম হবে। বিভিন্ন চরিত্রের জন্য আমার কথা ভাববেন পরিচালকরা। ‘দুর্গা সহায়’ দেখার পর তো আরও ভাববেন সকলে।
নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খোলেন নায়িকা। জানান, তিনি এখনও সিঙ্গেল। কোনো বয়ফ্রেন্ড নেই।
তনুশ্রী বলেন, ‘সত্যি। আমি এখন সিঙ্গেল। বয়ফ্রেন্ড থাকলে অনেক ঝামেলা।’
Share this content: