বিনোদন

মায়ের কাছে নগ্ন হতে উৎসাহিত হয়েছিলেন কার্দাশিয়ান

এ বি এন এ : টিভি রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান জানিয়েছেন, তার মা তাকে প্লেবয় ম্যাগাজিনে নগ্ন হয়ে পোজ দিতে উৎসাহিত করেছিলেন।

 

৩৫ বছর বয়সি এ তারকা ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’ অনুষ্ঠানে এ কথা জানান। তিনি আরো জানান, ওই সময় নগ্ন হতে বিব্রতবোধ করলেও এখন এ বিষয়ে তিনি অভ্যস্ত হয়ে পড়েছেন।

 

এ সম্পর্কে কিম বলেন, ‘আমার প্রথম প্লেবয় শুট থেকে এখন পর্যন্ত অনেক পরিবর্তন হয়েছে। শুনতে খারাপ লাগলেও বলছি, আমার মা আমাকে প্রথম প্লেবয় ম্যাগাজিনের নগ্ন শুট করতে উৎসাহিত করেছিলেন। আমি করেছিলাম। এখন আমি অভ্যস্ত হয়ে পড়েছি।’

 

 

তার দুই সন্তান নর্থ ও সেইন্টের জন্মের পর কীভাবে নিজের ওজন ঠিক রেখেছেন তা নিয়েও কথা বলেন তিনি। কিম বলেন, ‘আপনি যদি মা হয়ে থাকেন তাহলে আপনি একধরনের শক্তি অনুভব করবেন এবং ওজন কমাতে আপনার এক মাসের মতো লাগবে। আমি প্রতিদিন ভোর ৫টা ৫৫ মিনিটে ঘুম থেকে উঠতাম এবং  আমার সন্তানরা ঘুম থেকে ওঠার আগে ব্যায়াম শেষ করতাম।’

 

তিনি আরো বলেন, ‘সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন হয়। আমি ২০১০-১১ সালের কিমকে ধরে রাখতে চেয়েছি। আমি তা অর্জন করতে পেরেছি। আমি পুনরায় নিজেকে সেক্সি ভাবে গড়ে তুলি এবং আরো প্রত্যয়ী হয়ে উঠি।’

Share this content:

Related Articles

Back to top button