এবিএনএ : মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসকে বিয়ে করার পর থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। কিছুদিন আগে মেটগালা ফ্যাশন ইভেন্টে সাজের জন্য তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। যদিও সেই সমালোচনা কতটা যুক্তিযুক্ত ছিল তা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্ক শুরু হয়েছে প্রিয়াঙ্কাকে নিয়ে।
যেহেতু প্রিয়াঙ্কা নিজেকে আন্তর্জাতিক তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তাই তার ফ্যাশন সেন্সও অনেক বেশি সাহসী হয়ে উঠেছে। তার প্রতিটি লুক আলোচনায় থাকে, সে হিসেবে একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য প্রিয়াঙ্কার সাম্প্রতিক ফটোশুট খবরের শিরোনাম হয়ে উঠেছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। ছবিটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ইনস্টাইল’-এর জুলাই সংখ্যার প্রচ্ছদ ছবি। এই ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা গেছে নতুন স্টাইলে। নতুন ভঙ্গিতে শাড়ি পরেছেন তিনি।
ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘বিশ্বব্যাপী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ ফ্যাশন। এক্ষেত্রে ‘শাড়ি’ ভারতীয় নারীর ঐহিত্যের প্রতীক। আমার কাছে ‘শাড়ি’ শুধু সাজ ও কাপড় নয় বরং সৌন্দর্য, ক্ষমতা এবং নারীত্ব, যখন আমি শাড়ি পরি তখন তা অনুভব করতে পারি।’ তবে নতুন স্টাইলে প্রিয়াঙ্কার এই শাড়ি পরা নিয়ে বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রচলিত ভারতীয় প্রথায় ব্লাউজের সঙ্গে শাড়ি না পরায় অনেকের তোপের মুখে পড়েছেন প্রিয়াঙ্কা। দেশীয় সংস্কৃতিকে তিনি অপমান করেছেন বলেও অভিযোগ অনেকের। তবে শুধু নিন্দা নয়। বলিষ্ঠভাবে শাড়িকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য নেটিজেনদের একাংশ প্রিয়াঙ্কার সাহসিকতার প্রশংসাও করেছেন। প্রিয়াঙ্কার পরবর্তী সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। সিনেমাটি পরিচালনা করেছেন সোনালি বোস। এতে আরো অভিনয় করছেন— ফারহান আখতার ও জাইরা ওয়াসিম। আগামী ১১ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।