আন্তর্জাতিক

ব্রিসবেনে মিউজিক ভিডিওতে অভিনয়কালে গুলিতে অভিনেতা নিহত

এবিএনএ : অস্ট্রেলিয়ার ব্রিসবেন নগরীর একটি পানশালায় মিউজিক ভিডিওতে অভিনয়কালে বুকে গুলিবিদ্ধ হয়ে এক অভিনেতা প্রাণ হারিয়েছে। সোমবার পুলিশ একথা জানায়।
নিহত অভিনেতার বয়স ২০ এর কোঠায়। তার বুকে গুলি লাগে। প্রাথমিকভাবে একে দুর্ঘটনা হিসেবে মনে করা হলেও পুলিশ এ ব্যাপারে ফৌজদারী তদন্ত শুরু করেছে। পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক টম আরমিট সাংবাদিকদের বলেন, ‘একটি দৃশ্যে অভিনেতারা কয়েকটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিলেন। নিহত ব্যক্তি ওই দৃশ্যের একজন অভিনেতা। ’ পুলিশ নিহত অভিনেতা বা ব্যান্ড দলটির নাম প্রকাশ করেনি।

Share this content:

Back to top button