আন্তর্জাতিক

ব্রিটেন থেকে গাড়ি চালিয়ে ভারতে!

এবিএনএ : গাড়ি চালিয়ে ব্রিটেন থেকে ভারত এসে রেকর্ড গড়লেন ভারুলতা কাম্বলে নামের এক নারী। যদিও রেকর্ড করতে তিনি এই লম্বা সফর শুরু করেননি। ব্রিটেন থেকে ভারতের গুজরাট পর্যন্ত প্রায় ৩২,০০০ কিলোমিটার রাস্তা একাই গাড়িয়ে চালিয়েছেন ভারুলতা। মাঝখানে দেখেছেন মোট ৩২টা দেশ! পৃথিবীতে ভারুলতাই প্রথম নারী যিনি ৫৭দিনে এই গোটা পথ অতিক্রম করেছেন। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডেও তার এই কীর্তি উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। নৃত্য এবং সংগীতপ্রেমী ভারুলতা, উন্নত হাসপাতাল এবং পরিষেবার অভাবে নিজের দাদুকে হারিয়েছিলেন। তাই তিনি চান না, এমন ঘটনার পুনরাবৃত্তি হোক।  প্রতিটি দেশ অতিক্রম করার সময়, নিজের হাসপাতালের জন্য ফান্ডের টাকা জোগাড় করেছেন ভারুলতা। ওই অর্থ দিয়ে এবার গড়বেন হাসপাতাল। লম্বা এই সফরে ভারুলতা নারী শক্তির বিকাশ এবং কন্যাসন্তানদের বেড়ে ওঠা এবং শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কেও বার্তা দেন।

Share this content:

Related Articles

Back to top button