বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ব্রিটিশ পার্লামেন্টের সংলাপে কেন যোগ দেয়নি আ’লীগ

এবিএনএ : বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও রাজনৈতিক সংকট নিয়ে এক সংলাপ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য লন্ডনে গিয়েও তাতে যোগ দেয়নি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
কেন শেষ মুহূর্তে আওয়ামী লীগ বর্জন করেছিল, তার কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, এটি ব্রিটিশ পার্লামেন্টের আয়োজিত কোনো সংলাপ ছিল না জানতে পারার পরই- তারা সেটি বর্জন করেন।
তার নেতৃত্বেই একটি প্রতিনিধিদল এই অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে আসে। প্রতিনিধি দলে আরও ছিলেন প্রধানমন্ত্রীর অপর উপদেষ্টা গওহর রিজভী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা: দিপু মনি।
বাংলাদেশ থেকে আসা বিএনপির একটি প্রতিনিধিদল ওই সংলাপে অংশ নেয়। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
গত মঙ্গলবার লন্ডনে হাউজ অব লর্ডসের সদস্য লর্ড অ্যালেক্সান্ডার কার্লাইলের আমন্ত্রণে কেন তারা শেষ পর্যন্ত সাড়া দেননি- এমন প্রশ্নের জবাবে মসিউর রহমান আরও বলেন, লন্ডনে এসে জানতে পারলাম যে কার্লাইলের এটা ব্যক্তিগত উদ্যোগ ছিলো, এটাই কারণ।
তিনি বলেন, যদি জয়েন্ট কমিটির উদ্যোগে হতো তাহলে তারা অংশ নিতেন। এই সংলাপে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথাবার্তা হয়েছে এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তাদের এড়াতেই কি আওয়ামী লীগ সে অনুষ্ঠানে যায়নি ?
এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন কোন ব্যক্তির আলোচনা তো প্রাসঙ্গিক নয় আমাদের জন্য, কমিটি সেই আলোচনা করতে পারে। ওই সংলাপে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সামনের নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।
বিএনপি প্রতিনিধি দল সেখানে বলেছে যে, নির্বাচন শেখ হাসিনার অধীনে হলে তিনি তাতে প্রভাব বিস্তার করতে পারেন। এ বিষয়ে মসিউর রহমান বলেন, সংবিধানেই বলা আছে নির্বাচন কিভাবে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের সময় সব ক্ষমতা নির্বাচন কমিশনের। তাই সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে বলে মনে হয় না।
এদিকে লন্ডনে বিএনপির প্রতিনিধি দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেছেন, হাউজ অব লর্ডসের ওই সেমিনারে আওয়ামী লীগের না থাকা রহস্যজনক।

Share this content:

Back to top button