আন্তর্জাতিকলিড নিউজ

ব্রাজিলে মদের দোকানে গুলি, নিহত ১১

এবিএনএঃ ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বেলেমের একটি মদের দোকানে সশস্ত্র গোষ্ঠীর ছোড়া গুলিতে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের। রোববার পারা রাজ্যের গুয়ামায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জন নারী ও পাঁচজন পুরুষ। গাড়ি ও মোটরসাইকেল যোগে আসা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা মুখোশ পড়া ছিল।তাদের গুলিতে ১১ জন ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণ এখনও পাওয়া যায়নি। বেলেম মহানগরের সবচেয়ে সহিংসতা কবলিত সাতটি এলাকার মধ্যে গুয়ামা একটি। চলতি বছরের প্রথম তিন মাসে পারা রাজ্যে বিভিন্ন সহিংস ঘটনায় ৭৫৬ জন নিহত হন।

Share this content:

Back to top button