আন্তর্জাতিকলিড নিউজ

ব্যয় সংকোচনের প্রতিবাদে ব্রাজিলে বিক্ষোভ

এবিএনএ : ব্রাজিলে সরকারের ব্যয়সংকোচনের প্রতিবাদে শুক্রবার কয়েক হাজার লোক বিক্ষোভ করেছে। ব্যয় সংকোচনের লক্ষে একটি শ্রম আইনে পরিবর্তন আনা হয়েছে, যা শিগগিরই কার্যকর হতে যাচ্ছে।

বিক্ষোভকারীরা একটি অত্যন্ত জনপ্রিয় পেনশন সংস্কার প্রকল্প এবং সম্প্রতি প্রেসিডেন্ট মাইকেল তেমার সরকারের বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানকে ব্যক্তি মালিকানায় দিয়ে দেয়ার ঘোষণার বিরুদ্ধেও বিক্ষোভ করে। খবর এএফপি’র।

সাও পাওলোতে বিক্ষোভরত ৫৭ বছর বয়সী শিক্ষক তেলমা ডি বারোস বলেন, ‘আমরা অবশ্যই আমাদের দেশকে ধ্বংস হওয়া থেকে, সামাজিক অর্জনকে নস্যাতের প্রচেষ্টা ও গণতন্ত্রের বিরুদ্ধে হুমকি প্রতিরোধ করব। ’

ব্রাজিলের অর্থনৈতিক রাজধানীতে প্রায় ১০ হাজার বিক্ষোভকারী জমায়েত হয় বলে বার্তা সংস্থা এএফপি’র এক আলোকচিত্রী জানান।
রিও ডি জানেরিও ও রাজধানী ব্রাসিলিয়াতেও বিক্ষোভ হয়েছে।

রিওতে কয়েক হাজার লোক রাস্তায় নেমে বিক্ষোভ করে। দিনের শুরুতে একদল বিক্ষোভকারী সেতুর ওপর দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এর ফলে সেখানে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়।

Share this content:

Related Articles

Back to top button