আমেরিকালিড নিউজ

ট্রাম্পকন্যা ইভাঙ্কার দীপাবলি বার্তা

এবিএনএ : সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। বৃহস্পতিবার সকালে টুইট করে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। সামনের মাসে ভারত সফরের জন্য তিনি মুখিয়ে আছেন বলেও জানান ইভাঙ্কা।

বৃহস্পতিবার সকালে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ইভাঙ্কা টুইটে লেখেন, ‘সারা বিশ্বের হিন্দু, শিখ ও জৈনদের জানাই দীপাবলির শুভেচ্ছা। ভারত সফরের দিকে তাকিয়ে আছি।’

আগস্ট মাসে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইভাঙ্কাকে ভারতে আমন্ত্রণ করেছিলেন সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নভেম্বরে বিশ্ব বাণিজ্য সম্মেলনে ইভাঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। তাতে সাড়া দিয়ে ট্রাম্প-কন্যা জানিয়েছিলেন তিনি আসবেন।

দুই দিন আগে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দীপাবলির অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন ট্রাম্প-কন্যা। সেই অনুষ্ঠানে ছিলেন ট্রাম্প প্রশাসনের ভারতীয়-মার্কিন সদস্যরা। হোয়াইট হাউসে দীপাবলি পালনের প্রথা শুরু হয় প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে।

Share this content:

Related Articles

Back to top button